• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মাহির চাওয়া পূরণ হচ্ছে

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৪
ছবিতে জায়েদ খান ও মাহি।

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব এখন কিছুটা কম। তবে নতুন করে আক্রান্ত ও মৃত্যু থেমে নেই। এই পরিস্থিতিতেও দেশের তারকা শিল্পীরা ঝুঁকি নিয়ে সিনেমার শুটিং-এ অংশ নিচ্ছেন।

সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে, আচ্ছা, কথা হলো আমাদের জন্য আমাদের সমিতিগুলো কি ভ্যাকসিন আনার ব্যবস্থা করবেনা???

আরও পড়ুন : আমাকে নিয়ে আর কাউকে খেলতে দেবো না: মিলা

শুধু মাহি নয় বেশির ভাগ শিল্পীই শুরু থেকেই চাইছিলেন যেন করোনার ভ্যাকসিন পাওয়ার সুবিধা দেওয়া হয় সমিতির পক্ষ থেকে।

অবশেষে দেশে ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও শিল্পীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ মাহির চাওয়া পূর্ণ করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

আরও পড়ুন : নাসিরের অবৈধ সম্পর্কের কথা ফাঁস করলেন সুবাহ (ভিডিও)

এ ব্যাপারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান আরটিভি নিউজকে বলেন, শিল্পীদের সুবিধার্থে আমরা সমিতির পক্ষ থেকে রেজিস্ট্রেশন ও বাড়ির কাছাকাছি বুথে টিকা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যেন সহজেই তারা টিকা গ্রহণ করতে পারেন।

এ ক্ষেত্রে চল্লিশ বছরের কম বয়সী শিল্পীরাও একই সুবিধা পাবেন কিনা জবাবে তিনি বলেন, ১৮ বছরের বেশি যে কোনো শিল্পীর জন্যই এই সুযোগ শিল্পী সমিতি করে দিচ্ছে।

আরও পড়ুন : 'আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে ভাইগা না যায়' (ভিডিও)

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন না ফেরদৌস-মৌসুমী
হঠাৎ গায়েব জোভান-মাহির ফ্যানপেজ
আরটিভিতে আজ যা দেখবেন
এবার মাহির সঙ্গে গোপন সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়
X
Fresh