logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

আরটিভিতে তাদের 'ফেইক লাভ'

ছবিতে সজল-ঐন্দ্রিলা।

রুদ্রর আসল নাম রোহান, যদিও ফেইক আইডির মাধ্যমেই বন্ধুত্ব হয় বাংলাদেশে থাকা কনার সঙ্গে। কথায় কথায় সম্পর্ক গড়ায় ভালোবাসায়।

আর এই ভালোবাসার গভীরতা পরখ করার জন্য কনা রোহানকে ভালোবাসা দিবসে তার সামনে হাজির হতে বলে। তার সেই কথার মূল্য দিতে দেশে আসে রোহান, কিন্তু ইতোমধ্যে কনার ফেইসবুক আইডি থেকে রোহানকে ব্লক করা হয়েছে।

মোবাইল এর সুইচ্ অফ। আর বাড়ির যে ঠিকানাটা দিয়েছিল সেটিও ভুয়া। বিপাকে পড়ে রোহান। কারণ সব কিছুই ছিল ফেইক। অনেক খোঁজাখুজির পর রাস্তায় দেখা হয় রোহান-কনা। এবার মুখোমুখি দুজনে। এভাবেই এগিয়ে চলে ফেইক লাভ নাটকের গল্প।

আহসান হাবিবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল, ঐন্দ্রিলা, আহমেদ, পাভেল ইসলাম, মীর শহীদ, আবির খান, মাহা শিকদার প্রমূখ।

প্রযোজনা জেড এস মাল্টিমিডিয়া। আগামীকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাটকটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।

এম

RTV Drama
RTVPLUS