• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

স্ত্রীর লাইভে যুক্ত হয়ে সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৬
শাকিল খান

সালমান শাহ'র অকাল প্রয়াণে যে ক'জন নায়ক ঢাকাই সিনেমার হাল ধরেছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শাকিল খান। বহু জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমার নায়ক এখন চলচ্চিত্র থেকে বেশ দূরে রয়েছেন। সংসার, ব্যবসা ও রাজনীতিতে তিনি বেশ সক্রিয়। তবে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে যোগাযোগটা নিয়মিতই হয় তার। অবসর পেলে জমে আড্ডাও, ঘুরে যান প্রিয় এফিডিসিতে।

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) স্বামীকে তিনি তার ব্যবসায়ীক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। স্ত্রীর লাইভে সিনেমা থেকে দূরে থাকার কারণ জানিয়ে ব্যবসা করতে স্ত্রীকে উৎসাহ দেন এই অভিনেতা।

তিনি কেনো এখন আর সিনেমায় অভিনয় করেন না? লাইভে দর্শকের এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, ‘কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারণা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে। চিন্তা ছিল সুন্দর ও ভালো কাজ উপহার দেওয়ার। ’

সিনেমায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।'

ব্যবসায় স্ত্রীকে উৎসাহ দিয়ে শাকিল খান বলেন, ‘আমি মনে করি সবার কিছু না কিছু করা দরকার। ওকে (স্ত্রী) নিয়ে আমি গর্ববোধ করি। আমি মনে করি এখন সকল নারীদের কাজ করার উচিত। তারা কাজ করলে দেশ এগিয়ে যাবে। পরিবার নিয়ে যাতে ভালো থাকতে পারি সবাই সেই দোয়া করবেন।’

ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন শাকিল খান। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন তিনি, যেখানে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র নিয়েও কাজ করছেন এই অভিনেতা। বর্তমানে পরিবারকে নিয়ে অবসর কাটাতে কক্সবাজারে রয়েছেন শাকিল খান। সমুদ্রের পাড় থেকেই স্ত্রীর ফেসবুক লাইভে যুক্ত হয়েছিলেন তিনি।

এনএস/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি দিয়ে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
X
Fresh