• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গায়ত্রী দেবীর আত্মজীবনী নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫১

তার চিন্তন, ব্যক্তিত্ব, সৌন্দর্য, পোশাক, সাজে আভিজাত্যের ছাপ নিয়ে আজও চর্চা হয় দেশ-বিদেশে। তিনি মহারানি গায়ত্রী দেবী। যিনি কিনা মহারানি হয়েও, রক্ষণশীল তো নয়ই, বরং ভীষণ আধুনিক মননশীল মানুষ ছিলেন।

এবার তার আত্মজীবনী নিয়েই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সিরিজ। সম্ভবত নাম রাখা হবে 'দ্য রাজমাতা অব জয়পুর'।

সম্প্রতি টুইট করে এই বিশেষ খবর জানায় আইএন১০ প্রযোজনা সংস্থা। জানা যাচ্ছে, আইএন১০ এবং ম্যাঙ্গো পিপল মিডিয়া একসঙ্গে এই সিরিজের প্রযোজনার দায়িত্বে থাকবে। মেঘনা গুলজারের 'রাজি' ছবির চিত্রনাট্যকার ভবানী আইয়ার এই সিরিজের চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, মহারানির নাতি, নাতনি মহারাজা দেবরাজ সিং এবং রাজকুমারী ললিতা এই সিরিজের কথা সবার প্রথমে ঘোষণা করেন। আর গায়ত্রী দেবীর জীবনী প্রযোজকদের হাতে তারাই তুলে দিয়েছেন।

গায়ত্রী দেবীর চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি। মহারানির মৃত্যুর দুই দশক পর এই সিরিজ ঘোষণায় অনেকেই খুশি। সিরিজটি দেখার অপেক্ষায় বিনোদনপ্রেমীরা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh