logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২ ফাল্গুন ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৩
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৯

৮ বছর পর ফিরলেন জিতের নায়িকা

প্রিয়াংকা ত্রিবেদী।

টালিউড সুপারস্টার জিতের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ব্যবসাসফল ছবির নায়িকা প্রিয়াংকা ত্রিবেদী। দীর্ঘ আত বছর পর আবারও বাংলা সিনেমায় ফিরতে প্রস্তুত এই অভিনেত্রী। সাগ্নিক চ্যাটার্জির প্রথম ছবি 'মাস্টার অংশুমান' দিয়ে পর্দায় ফিরবেন প্রিয়াংকা। নিজের চরিত্র প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, 'আমি মাধবী সেন নামে একজন অভিনেত্রী, যিনি বহু বছর পরে বড় পর্দায় ফিরছেন। সুতরাং আমি চরিত্রটির সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখতে পারবো।'

আরও পড়ুনঃ ভাষার দাবির ভেতরে সুপ্ত ছিল ভবিষ্যতের রাষ্ট্রের দাবি: জয়া আহসান

সিনেমার গল্পটি অংশুমান নামে এক ছেলের কথা, যিনি প্রথমবার নিজের বাসা ছেড়ে একটি শর্টফিল্মে অভিনয় করতে আজমিরে যান। সত্যজিৎ রায়ের গল্পে, পটভূমিটি উদয়পুর এবং আজমির ছিল। তবে ছবির শুটিং দার্জিলিং এবং কলকাতায় করা হবে। পরিচালক দার্জিলিংকে বেছে নিয়েছিলেন কারণ এটি রয়ের ছোটগল্পগুলোতে অসংখ্যবার প্রদর্শিত হয়েছে।

আরও পড়ুনঃ 'আপনাদের বউয়ের দিকে খেয়াল রাখেন, ভাবিরা যাতে ভাইগা না যায়' (ভিডিও)

'মাস্টার অংশুমান' ছবির লুক টেস্টের জন্য কলকাতায় রয়েছেন প্রিয়াংকা। এছাড়াও এই ছবিতে সামন্তক দ্যুতি মৈত্র, সৌম্য মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, রজতাব দত্ত, কানওয়ালজিৎ সিং প্রমুখ উপস্থিত আছেন।

এনএস/এম

RTV Drama
RTVPLUS