logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৯
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১১

নাসিরের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন মিম

নাসির-মিম।

বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেছেন আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। এরই মাঝে অভিযোগ উঠেছে, আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। নব-দম্পতির এমন কর্মকাণ্ডে নতুন বিতর্কে জড়ালেন মডেল-অভিনেত্রী মারিয়া মিম। শোনা যাচ্ছে, ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে মিমের। আবার কেউ কেউ বলছেন নাসির তার প্রাক্তন প্রেমিক। আর এ নিয়ে নানাভাবেই বিব্রত হচ্ছেন মারিয়া মিম।

আরও পড়ুনঃ বিতর্কের পরেও রাতেই বিবাহোত্তর সংবর্ধনা সারলেন নাসির

তিনি বললেন, 'বিভিন্নজন ফোন দিয়ে নাসির সম্পর্কে নানা কথা জিজ্ঞেস করছে। আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে এসব জিজ্ঞেস করছে কেন?' ফেসবুকে একটি পোস্টে মারিয়া মিম লিখেছেন, 'নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফ এর কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে?'

আরও পড়ুনঃ আমি সহজ সরল মানুষ শাশুড়ির মনে কি ছিল বুঝি নাই: তামিমার স্বামী

নাসিরের সঙ্গে আপনার সম্পৃক্ততার কথা কেন আসছে, এমন প্রশ্নের জবাবে মিম বলেন, নাসিরের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল। অল্প কিছু মানুষ অবশ্য সেই আকদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল। সেখানে গিয়েছি। নাসিরের সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। ওসব ফেসবুকে পোস্ট করার পর থেকেই যন্ত্রণায় পড়েছি। মানুষ ক'দিন থেকে অতিষ্ঠ করে তুলছিল। আর শনিবার নাসিরকে নিয়ে নতুন খবর প্রকাশ হওয়ার পর আরো শুরু হয়েছে- আমি নাকি নাসিরের প্রেমিকা ছিলাম।'

নাসিরের সঙ্গে নিজের সম্পর্কের জায়গা স্পষ্ট করে মিম বলেন, নাসির আমার বন্ধু। সেই হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এর বাইরে কিছু না। বন্ধুর সঙ্গে কিছু ছবি তুলেছি এই যা, এর বাইরে কিছু নয়।

এদিকে, দিনভর বিতর্কের পরও থামেননি নাসির। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতেই রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।

এনএস/এম

RTV Drama
RTVPLUS