• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অমিতাভের বাড়ির সামনে পুলিশের পাহারা

বিনোদন ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৬
অমিতাভ বচ্চন।

ভারতে পেট্রোলের দাম বেড়েই চলেছে। কিন্তু এর প্রতিবাদে হিরোরা কোনো কথা বলছেন না। অমিতাভ বচ্চন কিংবা অক্ষয় কুমার কখনোই মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কোনও কথা বলেন না। এভাবেই দুই নায়কের বিরুদ্ধে সুর চড়ান মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে।

ভারতীয় গণমাধ্যমের খবর নানা পাটোলে বলেন, সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলছেন না অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনরা। মহারাষ্ট্রের কংগ্রেস নেতার ওই মন্তব্যের পরই অমিতাভের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়। মুম্বাইতে নায়কের বাড়ির সামনে পাহারা দিতে শুরু করে পুলিশ।

বিষয়টি প্রকাশ্যে উঠে আসতেই হৈচৈ পড়ে যায়।

মহারাষ্ট্রের ওই কংগ্রেস নেতা আরও বলেন, অমিতাভ, অক্ষয়রা যখন সাধারণ মানুষের ইস্যু নিয়ে কথা বলতে ব্যর্থ, তখন তাদের সিনেমা যেখানে মুক্তি পাবে, সেখানে গিয়ে কালো পতাকা দেখানো হবে।

তবে বিষয়টি নিয়ে অক্ষয়, অমিতাভের কেউই মুখ খোলেননি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্রে অভিনয় না করার কারণ জানালেন ববিতা
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন
এআই দিয়ে ভক্তদের চমকে দিলেন অমিতাভ
X
Fresh