logo
  • ঢাকা বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১ বৈশাখ ১৪২৮

'পিকে'র সিক্যুয়ালে আমিরের জায়গা নিচ্ছেন রণবীর

'পিকে'র সিক্যুয়ালে আমিরের জায়গা নিচ্ছেন রণবীর
ফাইল ছবি

বলিউডের মাইলস্টোন সিনেমা আমির খানের 'পিকে'। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার সিক্যুয়াল আসার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। তবে প্রধান চরিত্রে আমির খান নয়, এবারের চমকে থাকছেন রণবীর কাপুর। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া এমনটাই ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুনঃ অন্যের বউকে বিয়ে করায় নাসিরকে সাবেক প্রেমিকার অভিনন্দন!

'পিকে' ছবির শেষদৃশ্য মনে করুন৷ যেখানে ফের পৃথিবীর বুকে এসে নামল এক ইউএফও৷ আর সেখান থেকে বেরিয়ে এলেন রণবীর কাপুর৷ একেবারেই আমিরের মতো করে৷ তখনই দর্শক এই ছবির সিক্যুয়াল তৈরি হওয়ার ইঙ্গিত পেয়েছিল৷ তবে এরপর সময় প্রচুর গড়িয়েছে৷ পিকে'র পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ‘সঞ্জু’তে কাজও করে ফেলেছেন রণবীর৷ তবুও পিকে'র সিক্যুয়ালের দেখা নেই৷

আরও পড়ুনঃ ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না: আসিফ আকবর

প্রযোজক বিধু জানিয়েছেন, ঠিক সময়ে পিকে'র দ্বিতীয় ভাগ তৈরি হবে। মোটামুটি প্ল্যানিং তৈরি খুব শীঘ্রই পিকে'র সিক্যুয়াল নিয়ে হাজির হব আমরা৷ চিত্রনাট্য লেখার কাজ চলছে৷ সেটা শেষ হলেই শুটিং শুরু হবে৷'

জানা গেছে, এই ধরনের হিট ছবির ফ্রাঞ্চাইজি বক্স অফিসে সফল হলেও, ভালো গল্প ছাড়া ছবি তৈরি করতে রাজি নন প্রযোজক বিধু বিনোদ। শুধু অর্থ উপার্জন লক্ষ্য হলে, ‘মুন্না ভাই’ বা ‘পিকে'র একাধিক ভাগ এতদিনে তৈরি করতে পারতেন বলে দাবি করেন তিনি।

সূত্র- এই সময়

এনএস/এসএস

RTV Drama
RTVPLUS