• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি: শাকিব খান

আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৫
My innumerable memories with this simple man: Shakib Khan
এটিএম শামসুজ্জামান ও শাকিব খান

রাজধানীর সূত্রাপুরের বাসায় আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সহ-অভিনেতাকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে গেছেন অনেক তারকা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে স্মৃতিচারণ করেছেন।

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তী এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।’

সিনেমার বাইরেও নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি জানিয়েছেন, ‘চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান!’

অভিভাবক হারানোর শোক অনুভব করে তিনি লিখেছেন, ‘নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও তিনি ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার ও কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুষ্কর। কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তাঁর প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল।’

গেলো বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এটিএম শামসুজ্জামান। চিকিৎসকেরা প্রথম দিকে ধারণা করেছিলেন, তিনি করোনায় আক্রান্ত। পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। ফলাফলে জানা যায় করোনা নেগেটিভ।

হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তার শারীরিক সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। সব পরীক্ষায় ভালো ফল এলেও রক্তে কিছুটা সমস্যা পেয়েছেন চিকিৎসকেরা। তবে অবস্থা স্বাভাবিক হওয়ায় শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে বাসায় নেয়া হয়। আজ সকালে তিনি পরপারে পাড়ি জমান।
এনএস/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
সব জল্পনা-কল্পনার অবসান, শাকিবের ‘তুফান’-এ চঞ্চল
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh