logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

আরটিভি নিউজ, আরটিভি নিউজ

  ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৬
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৯

সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সানি লিওন

Sunny Leone has put everyone on the shelf
সানি লিওন

সাবেক পর্ন তারকা সানি লিওন নীল ছবির জগত ছেড়েছেন আগেই। পাকা জায়গা করে নিয়েছেন বলিউডে। আইটেম গান ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। সেখানেও তার শারীরিক উত্তেজনা দৃশ্যে বুদ হয়েছেন দর্শক।

সম্প্রতি নিজের নতুন লুকের ছবি প্রকাশ করে নেট দুনিয়ায় ঝড় তুলেছেন সানি লিওন। খোলা চুল, শান্ত দুটি চোখ, কপালে চন্দন টিপ, পরনে লাল-সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। সেটির আঁচল নেই এবং দেখতে কিছুটা স্কার্টের মতো। এই পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নূপুর, দুহাত ভর্তি লাল চুড়ি। ভারতের কেরালায় এমন সাজেই ফটোশুট করেছেন তিনি।

আরও পড়ুন :

ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন সানি লিওন। তার এমন সাজে মুগ্ধ অনুরাগীরাও। ছবিগুলো পোস্ট করার ৮ ঘণ্টার মধ্যেই লাইকের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৭ শত ৭৭। প্রশংসা ও ভালোবাসায় উপচে পড়ছে কমেন্ট বক্স। সূত্র: আনন্দবাজার।

এনএস/পি

RTV Drama
RTVPLUS