• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘সিনেমার গল্প হবে পরিবারের জন্য’ (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০
ছবিতে সৈয়দ আশিক রহমান।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র প্রযোজনা করে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)। তারই ধারাবাহিকতায় নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। সিনেমাটির নাম ‘লিডার, আমিই বাংলাদেশ’।

এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তেঁজগাওয়ের আরটিভির বেঙ্গল স্টুডিওতে জমকালো আয়োজনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ শিরোনামের চলচ্চিত্রের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে সিনেমার জন্য চুক্তিস্বাক্ষর করেন শাকিব খান ও শবনম বুবলী। এ সময় পরিচালক তপু খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নতুন ছবির ঘোষণা দিয়ে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের এই জায়গায় থাকার কথা না। আমরা যেসব নির্মাতাদের দেখেছি তাতে আমাদের অনেক ওপরে থাকার কথা। পৃথিবীর বিভিন্ন দেশে বিদেশি সিনেমা চলছে। কিন্তু আমাদের দেশের সিনেমা কেন চলছে না? আমাদের কোনো জিনিসের অভাব?’

তিনি আরও বলেন, ‘আমার একটাই চাওয়া গল্প ভালো হতে হবে। সিনেমার গল্প হবে পরিবারের জন্য। যাতে পরিবারের সবাইকে নিয়ে বসে দেখতে পারি। এমন কোনো সিনেমা বানাবো না যাতে পরিবারের সঙ্গে দেখতে আমি ইতস্তত বোধ করি। ভালো ম্যাসেজ থাকতে হবে, মানুষের মনে দাগ কাটবে এমন গল্পে কাজ করতে চাই। দরকার হলে বছরে একটি সিনেমা বানাবো যেটা নিয়ে সারাবছর কথা হবে। মানুষ যাতে পরের বছর আমাদের সিনেমার জন্য অপেক্ষা করে।’

কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি যখন দেশের বাইরে যাই তখন দেখি সেখানকার বাংলাদেশি ভাইয়েরা রাতে কাজ শেষ করে সবাই সিনেমা দেখতে যায়। কিন্তু তারা বাংলা ছবি দেখতে পারে না। আমাদের বাংলাদেশ মুক্ত করে দিয়েছি, সবাই সবকিছু এখানে দেখাতে পারে। কিন্তু আমরা বাইরের দেশে সব দেখাতে পারি না।’

এনএস/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে প্রস্তুত বুবলী
X
Fresh