• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রেক্ষাগৃহে চলছে তিন সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৭, ১০:২৮

ঢালিউডে একই দিনে তিনটি সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার।

ছবি তিনটি হলো হিমেল আশরাফ পরিচালিত 'সুলতানা বিবিয়ানা', মিজানুর রহমান লাবু পরিচালিত সরকারি অনুদানের '‌নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার' এবং রবীন্দ্রনাথ ঠাকুরের 'হঠাৎ দেখা' কবিতার অনুপ্রেরণায় রেশমী মিত্র ও সাহাদাত হোসেন পরিচালিত 'হঠাৎ দেখা'।

জনপ্রিয় নাট্য নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত প্রথম সিনেমা 'সুলতানা বিবিয়ানা'। অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও আঁচল। কাহিনি লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া চিত্রনাট্যকার ফারুক হোসেন। আরো অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ ও শহীদুজ্জামান সেলিম। সারা দেশের ৫০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।

মিজানুর রহমান লাবু পরিচালিত 'নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার'র নাম ভূমিকায় অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া রাঙা। আরো রয়েছেন শিমুল খান, শাহাদাত হোসেন, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ।

অন্যদিকে 'হঠাৎ দেখা' বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা। অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়। চিত্রনাট্য করেছেন অলোক মুখোপাধ্যায় (ভারত)।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh