• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মান্নার কবর নিয়ে গুজব না ছড়াতে স্ত্রী শেলীর অনুরোধ

আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩
Shelly Manna
ছবি- সংগৃহীত

ঢাকাই সিনেমার দাপুটে চিত্রনায়কদের একজন মান্না। ২০০৮ সালের এ দিনে (১৭ ফেব্রুয়ারি) মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। ১৩ বছর পেরিয়ে গেলেও মান্নার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন তার স্বজন ও কোটি ভক্তরা।

মৃত্যুর পর টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে মান্নাকে দাফন করা হয়। দাফনের পর থেকেই কবরটি বাঁধানো হয়নি। এ নিয়ে বিভিন্ন সময়ে নানা কথা শুনতে হয়েছে তাদের পরিবারকে। সম্প্রতি গুজব ছড়িয়েছে, মান্নার কবর নিশ্চিহ্ন করে জায়গাটি ভরাট করে ফেলা হয়েছে। প্রয়াত এই অভিনেতার কবর নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী শেলী মান্না।

তিনি বলেন, ‘আমি কয়েক দিন ধরে শুনছি ও দেখছি, অনেকেই বলছেন আমরা নেতিবাচক উদ্দেশ্য নিয়ে মান্নার কবর ভরাট করেছি। কিন্তু কেনো ভরাট করা হয়েছে, সেটা তারা জানেন না। কারণ অনেকদিন ধরেই বৃষ্টি নামলে সেখানে পানি জমতো। যে কারণে আমরা পারিবারিকভাবে কবরস্থানটি ভরাট করিয়েছি। এখন আলাদাভাবে কবরের কিছু নেই। আমরাই শুধু জানি কার কবর কোথায়। আগামী দুই মাসের মধ্যে আমরা কাজ শুরু করব।’

প্রতি বছর দূরদূরান্ত থেকে মান্নার ভক্তরা প্রিয় অভিনেতার সমাধিস্থলে গিয়ে হাজির হন। কবর জিয়ারত এবং ফুল দিয়ে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান। অনেকেই নিজ উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের ব্যবস্থা করেন। তাই স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন জাগে- মান্নার কবর কেন বাঁধানো হয়নি, কেন অবহেলায় ফেলে রাখা হয়েছে?

তবে শেলীর মতে, মান্নার ভক্তদের মধ্যে অনেক রকম পাগলামি আছে। তারা অনেকেই খুব আবেগপ্রবণ। এসবই প্রিয় তারকার প্রতি তাদের ভালোবাসার প্রকাশ। এর মাঝে অনেকেই কেবল সমালোচনা করার জন্য আসেন।

তিনি বলেন, ‘এখন মান্নার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মতো অবস্থায় নেই। দেখা যাবে, এই ভক্তরা এসে কবরটি খুঁজে না পেয়ে আরেক জায়গায় ফুল দিয়েছেন। সেটার ছবি তুলে আবার কেউ কেউ নতুন করে গুজব ছড়াবেন। এ নিয়ে উল্টাপাল্টা খবর প্রকাশিত হবে, যা নতুন করে আলোচনার খোরাক জোগাবে। এই জন্য আমি মান্নার ভক্তদের অনুরোধ করব, এই মুহূর্তে মান্নার কবরের আলাদা কোনও মার্কিং দেয়া নেই। আপনারা অনেকেই এসে হতাশ হবেন। অনুরোধ করব এই বছরটা কবরে না গিয়ে যার যার জায়গা থেকে এলাকার কবর জিয়ারত করে মান্নার আত্মার জন্য দোয়া করবেন।’

এদিকে আজ (১৭ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না স্মরণে বাদ আসর রাজধানীর বসুন্ধরার বাসায় দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। এছাড়া মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকেও আলাদাভাবে দোয়ার আয়োজন করা হয়েছে।

এনএস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিলের বিষয়ে হাইকোর্টের রুল
ঈদের পঞ্চম দিন আরটিভিতে যা দেখবেন
মান্নার মৃত্যু মানে চলচ্চিত্রের অর্ধেক মৃত্যু হয়ে গেছে : মিশা সওদাগর (ভিডিও)
ঈদে ভক্তদের চমকে দিতে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ
X
Fresh