logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

‘বান্টি বানু’ নিয়ে  এবার তারা দুজন

ফাইল ছবি

বর্তমান নাটকে সবচেয়ে জনপ্রিয় জুটি বলা হয় মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। তাদের নতুন নাটক আসা মানেই আগ্রহী হয়ে উঠছেন দর্শক। এ জুটির ইতিমধ্যেই বেশ কিছু নাটক ভাইরাল হয়েছে।

সম্প্রতি তারা ‘শিল্পী’ দিয়ে বাজিমাত করেছেন। সেই নাটকটি যেমন দর্শককে বিনোদনের খোরাক দিয়েছে তেমনি নাটকে ব্যবহার করা কিছু পুরাতন সিনেমার গানের সাথে নিশোর পারফর্ম মন জয় করে নিয়েছে নাটকের দর্শকদের।

এবার এই তারকাকে নিয়ে নতুন নাটক তৈরি করলেন মহিদুল মহিম। নাম ‘বান্টি বানু’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির বাসার কাজের মেয়ে বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী আর দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে।

নাটকটি বিষয়ে নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। দুজনেই বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন।

উল্লেখ্য, আরটিভি ১০ম স্টার অ্যাওয়ার্ড-২০২০ এ নাটকের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর পদক পেয়েছেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো।

জিএম/ এমকে

RTV Drama
RTVPLUS