logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

নতুন বিজ্ঞাপনে চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী।

অভিনেতা চঞ্চল চৌধুরী সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এ বিজ্ঞাপনটি মোবাইল ফোনে আর্থিক সেবাদান প্রতিষ্ঠান নগদের। এটি নির্মাণ করেছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

পরিচালক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র কয়েকটি সেবা নিয়ে সিরিজ বিজ্ঞাপন। এ ধরনের ছয়টি বিজ্ঞাপন নির্মিত হয়েছে। এর একটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

এই বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, নগদের বিভিন্ন সুবিধা নিয়ে হাস্যরসাত্মকভাবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি দেখে দর্শক তথ্য জানার পাশাপাশি আনন্দন পাবে। বিজ্ঞাপনটি এরই মধ্যে প্রচারও শুরু হয়েছে। এদিকে চঞ্চল চৌধুরী কিছুদিন আগে ভারত গিয়েছেন বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং করতে। সেখানে প্রথম লটে তার অংশের শুটিং শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন।

জিএম/এম

RTV Drama
RTVPLUS