• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এফডিসিতে ইউটিউবারদের উৎপাত, ক্ষেপে গেলেন নায়ক মান্নার স্ত্রী

আরটিভি নিউজ

  ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৫
শেলী মান্না

হাল সময়ের এফডিসিতে গণমাধ্যম কর্মীদের চেয়ে ইউটিউবারদের আনাগোনাই বেশি। বেশির ভাগ ইউটিউবার কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে থাকে শিল্পী ও কলাকুশলীদের নামে। এই সব বহিরাগতদের কিছুতেই দমিয়ে রাখা যাচ্ছে না। বিভিন্ন ফাঁকফোঁকরে তারা হরহামেশাই এফডিসিতে ডুকে পড়ে। এ নিয়ে বহুবার সংবাদ প্রকাশ করা হলেই ব্যবস্থা নেওয়া হয়নি।

এমনই এক গুজব ছড়ানো ইউটিউবারকে হাতেনাতে ধরলেন প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। মান্নাকে নিয়ে ইউটিউবে অপপ্রচার চালানোর দায়ে এক ইউটিউবারের ওপর রীতিমতো ক্ষেপে গেলেন তিনি। গতকাল শনিবার বিকেলে বিএফডিসির অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান, প্রয়াত নায়ক মান্নার স্ত্রী কয়েকটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এসময়ে কয়েকজন ইউটিউবার সেখানে ঢুকে পড়েন। এর মধ্যে একজন ছিলেন যিনি মান্নার সম্পর্কে অসত্য তথ্য ইউটিউবে প্রচার করেছিলেন। তাকে চিনে ফেলে মান্নার স্ত্রী তাকে প্রশ্ন করতে শুরু করেন।

এ সময় শেলী বলেন, কেন আপনি মান্নাকে নিয়ে ওইসব বলেছেন, আপনি জানেন মান্নাকে এফডিসির গেটের দারোয়ান মেরেছিল? বলেন, আপনি জানেন? আপনারা এসব মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ তৈরি করছেন কেন? কেন মান্নার মতো একজনকে আপনারা এভাবে অসম্মান করেন, কেন? বলেন, এভাবে টিআরপির জন্য কেন এসব করেন?

এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে ওই ইউটিউবার এফডিসি ত্যাগ করতে বাধ্য হন।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব ইউটিউবাররা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে এফডিসিতে ঢুকে পড়েন। এদের কেউ কেউ আবার কিছু শিল্পী ও প্রযোজকদের আশ্রয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরাও তাদের উৎপাতে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালনে বাধাগ্রস্থ হন বলে অভিযোগ করেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ সিসির পালসার বাজারে আসার আগেই ফাঁস হলো দাম
প্রতিশোধ নিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
X
Fresh