• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘ডুব’ আসছে নেটফ্লিক্সে

বিনোদন ডেস্ক

  ২৮ জানুয়ারি ২০২১, ১৮:৪২
ছবি: সংগৃহীত

দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি আন্তর্জাতিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে।

এখন নেটফ্লিক্সের ‘কামিং নেক্সউইক’ ক্যাটাগরিতে ডুবের ট্রেলার দেখানো হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি ছবিটি সেখানে মুক্তি পাবে।

ফারুকী গণমাধ্যমকে জানান, এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ মুক্তি বিষয়টি দেখছে। তাদের সঙ্গেই নেটফ্লিক্স কর্তৃপক্ষের কথা হয়েছে শুনেছি। সব ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারি থেকে ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে বলে আমাকে নিশ্চিত করেছে এসকে মুভিজ।

২০১৭ সালে ছবিটি মুক্তি পায়। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। এছাড়া বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, কলকাতার পার্ণো মিত্র ও ব্রাত্য বসু অভিনয় করেছেন।

ডুব ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে কোং।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এশিয়া : ডব্লিউএমও
X
Fresh