• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টিকা নিতে চান হিরো আলম

বিনোদন ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০২১, ২০:৪৬
হিরো আলম,
হিরো আলম।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়ংকর রূপ দেখেছে বিশ্ব। শুরু থেকেই টিকা কবে আসবে এ নিয়ে মানুষের আগ্রহ ছিল। বিশ্বের অন্যান্য অনেক দেশে টিকা প্রদান আগেই শুরু হয়েছে।

তবে আজ দেশে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া শুরু হয়েছে। এই খবরে দারুণ খুশি হিরো আলম।

বিষয়টি নিয়ে হিরো আলম বলেন, খুবই আনন্দের একটি দিন আজ। দেশে প্রথমবারের মতো টিকা দেয়া হচ্ছে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আমি শুনেছি একজন নার্সকে প্রথম টিকা দেওয়া হবে। দেশে যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেওয়া হলেই ভালো। এরপর সাধারণ মানুষ যারা আগ্রহী তারা টিকা নেবে। আর আমিও টিকা নিতে প্রস্তুত। যখন আমাকে বলা হবে অবশ্যই আমি টিকা নেবো। সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশে এতো তাড়াতাড়ি টিকা নিয়ে আসা হয়েছে এ জন্য।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হিরো আলম বলেন, আমি শুনেছি ভারত আমাদের বন্ধু দেশ হিসেবে আমাদেরকে ভ্যাকসিন উপহার দিয়েছে। আবার সরকার টাকা দিয়েও কিনে এনেছে। আমরা এতো দিনের দুর্যোগ শেষে একটা ভালো সময় পেতে যাচ্ছি। নিশ্চই আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। একইসাথে আমি দেশের সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
X
Fresh