logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

শুটিং ফ্লোরে বসেই ঘুমিয়ে গেলেন নায়িকা

রাধিকা আপ্তে,
রাধিকা আপ্তে।

বলিউডের সু-অভিনেত্রী রাধিকা আপ্তে শুটিং সেটের ফ্লোরে বসে আছেন। তার পরনে হালকা আকাশি রঙা পোশাক। দু'চোখে ক্লান্তির ছাপ। তার চোখের পাতা বন্ধ হয়ে আসে। শুটিং ফ্লোরে খানিক সময়ের জন্য ঘুমিয়ে পড়েন রাধিকা।

হঠাৎ ঘুমের কারণে শরীর যখন পড়ে যাচ্ছিল, ঠিক তখনই আতকে ওঠেন নায়িকা। দৃশ্যটি তার সামনে দাঁড়িয়ে শুটিং সেটের কেউ ধারণ করছিলেন। ঘুম ভাঙতেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন, তেমনি আবার হেসে ওঠেন এই রাধিকা। ভিডিওটি রাধিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, প্লেনের ক্লান্তি। দীর্ঘদিন পর মুম্বাই ও শুটিংয়ে ফিরে এলাম।

আর ভিডিওটি পোস্ট করার পর নেটিজেনদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বৈশ্বিক মহামারি করোনা সংকটের কারণে দীর্ঘদিন ভারতে লকডাউন ছিল। সে সময় একবারই তাকে বাড়ির বাইরে আসতে দেখা গিয়েছিল, তাও ডাক্তার দেখানোর জন্য। পুরো সময় বাড়িতেই সময় কাটিয়েছেন রাধিকা।

এদিকে লকডাউন তুলে নিয়েছে সরকার। এরই মধ্যে ভারতীয় বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং শুরু হয়েছে।

এম

RTV Drama
RTVPLUS