• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ার পথে মিজু আহমেদের মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৭, ১২:৪২

চলচ্চিত্র অভিনেতা মিজু আহমেদের দ্বিতীয় জানাজা হয়েছে চার দশকের তার প্রিয় প্রাঙ্গণ বিএফডিসিতে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএফডিসির পেশ ইমাম জানাজা পড়ান।

জানাজার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দীর্ঘ দিনের সহকর্মী অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অমিত হাসান, ওমর সানী, আমিন খান, মিশা সওদাগর, সাইমন, জায়েদ খান, পরিচালক শেখ নজরুল ইসলাম, অহিদুজ্জামান ডায়মন্ডসহ অনেকে।

জানাজা শেষে তার মরদেহ জন্মস্থান কুষ্টিয়ায় নেয়া হচ্ছে। মিজু আহমেদের ছোট ছেলে আশরাফুল আহমেদ জানান, বাবাকে কুষ্টিয়ায় দাদা-দাদির কবরের পাশে দাফন করা হবে। এর আগে সকাল ১০টায় রাজধানীর পান্থপথে তার প্রথম জানাজা হয়।

সোমবার রাতে ট্রেনে করে দিনাজপুর যাবার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 'মানুষ কেন অমানুষ' নামে ছবির শুটিং করতে সেখানে যাচ্ছিলেন।

শক্তিমান এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। চলচ্চিত্রশিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও শ্রদ্ধা নিবেদন করেছেন মিজু আহমেদের প্রতি।

মিজু আহমেদ ১৯৫৩ সালের ১৭ নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মিজানুর রহমান। ১৯৭৮ সালে 'তৃষ্ণা' ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। অল্প সময়েই একজন দাপুটে খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কিছু ছবি হলো তৃষ্ণা (১৯৭৮), মহানগর (১৯৮১), স্যারেন্ডার (১৯৮৭), চাকর (১৯৯২), সোলেমান ডাঙ্গা (১৯৯২), ত্যাগ (১৯৯৩), বশিরা (১৯৯৬), আজকের সন্ত্রাসী (১৯৯৬), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), কুলি (১৯৯৭), লাঠি (১৯৯৯), লাল বাদশা (১৯৯৯), গুন্ডা নাম্বার ওয়ান (২০০০), ঝড় (২০০০), কষ্ট (২০০০), ওদের ধর (২০০২), ইতিহাস (২০০২), ভাইয়া (২০০২), হিংসা প্রতিহিংসা (২০০৩), বিগ বস (২০০৩), আজকের সমাজ (২০০৪), মহিলা হোস্টেল (২০০৪), ভন্ড ওঝা (২০০৬)।

এইচএম/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh