logo
  • ঢাকা শনিবার, ০৬ মার্চ ২০২১, ২১ ফাল্গুন ১৪২৭

৫২ হাজার রুপির বিকিনিতে সারা

সারা আলী খান,
সারা আলী খান।

বলিউডের হালের ক্রেজ সারা আলী খানের কুলি নম্বর ওয়ান ছবিটি সাড়া ফেলতে পারেনি।

বক্স অফিসের হিসেবের মাঝে শুটিং থেকে বেশ কিছুটা সময় বের করে এরই মধ্যে মালদ্বীপে পাড়ি দিলেন সারা।

সম্প্রতি মালদ্বীপে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করতে দেখা যায় তাকে। যেখানে রংবেংয়ের বিকিনিতে সেজে ছবি শেয়ার করেন সারা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সাইফ-কন্যা যখন রংবেরংয়ের বিকিনি পরে ছবি শেয়ার করেন, সেই সময় তা দেখে অভিনেত্রীর ভক্তরা খুশি হয়ে যান। তবে মালদ্বীপে গিয়ে সারা যে বিকিনি পরেন, তার মূল্য কত জানেন!

খবরে বলা হয়, কেদারনাথ অভিনেত্রী মালদ্বীপে গিয়ে যে বিকিনি পরেন, তার দাম ৫২ হাজার রুপি।

বলিউডে পা রাখার আগেই আলোচনায় ছিলেন সারা। যদিও সিম্বা, কেদারনাথের পর লাভ আজকাল পার্ট টু হোক কিংবা কুলি নম্বর ওয়ানের সিক্যুয়েল, কোনোভাবেই সারার ওই দুটি সিনেমা বক্ল অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি।

এম

RTV Drama
RTVPLUS