logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২০ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

মালাইকার ছবি ভাইরাল

মালাইকা অরোরা

বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল মালাইকা অরোরার বয়স এখন ৪৭। আর এই বয়সেও নিজের ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী। স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের চেয়ে কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি।

প্রেমিকের সঙ্গে কদিন পর পরই ছবি পোস্ট করেন মালাইকা। এবার প্রকাশ্যে এলো তার চোখ ঝলসানো ছবি। সর্বাঙ্গাসনে মালাইকা কীভাবে নিজেকে মেলে ধরেছেন, ছবি থেকেই পাওয়া যায় সেই আভাস।

ভারতীয় গণমাধ্যমের খবরে মালাইকার সেই ছবি পোস্ট করে লেখা হয়, নীল রঙের পোশাক পরে সর্বাঙ্গাসন শুরু করেন মালাইকা। কীভাবে ওই আসন করবেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই বিবরণও দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি নিজের ওই সর্বাঙ্গাসনকে 'মালাইকাস মুভ অব দ্য উইক' বলেও বর্ণনা করে নায়িকা।

নতুন বছর শুরুর আগে অর্থাৎ ২৫ ডিসেম্বর গোয়ায় পাড়ি দেন মালাইকা অরোরা। সেখানে মালাইকার বোন অমৃতা অরোরার দেখা মেলে। মালাইকা এবং অমৃতার সঙ্গে দেখা যায় অর্জুন কাপুরকেও।

ওই ছবি প্রকাশ্য আসার পর পরই ভাইরাল হয়।

এম

RTV Drama
RTVPLUS