logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

সুখবর দিলেন তমা মির্জা

তমা মির্জা,
তমা মির্জা।

ব্যক্তিজীবন বেশ জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জার। তবে যতোই বাধা আসুক থেমে যাওয়ায় বিশ্বাসী নন তিনি।

এই নায়িকা এবার প্রযোজনা করছেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘মির্জাস ক্রিয়েশন’।

তমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক পরিচালনা করবেন অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ। এই নাটকে অভিনয়ও করবেন তৌকীর ও তমা। চলতি মাসেই নাটকটির শুটিং হবে বলে জানা যায়।

তমা মির্জা জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম নাটক তৌকীর আহমেদের মতো একজন গুণী মানুষ পরিচালনা করায় আনন্দিত তিনি। আগামীদিনে প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে ছবিও নির্মাণ করতে চান তিনি।

আসছে ভালোবাসা দিবসে নাটকটি প্রচাররের সম্ভাবনা রয়েছে।

এম‌বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমার। সেটি ২০১০ সালের কথা। এরপর ‘মনে প্রাণে আছো তুমি’, ‘পালাবার পথ নেই’, ‘মানিক রতন দুই ভাই’, ‘ছোট্ট সংসার’, ‘তোমার কাছে ঋণী’, ‘গেইম রিটার্নস’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।

শাহ‌নেওয়াজ কাকলী প‌রিচা‌লিত ‘নদীজন’ ছবিতে অভিনয় করে পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পে‌য়ে‌ছেন তমা মির্জা।

এম

RTV Drama
RTVPLUS