logo
  • ঢাকা সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ৬ বৈশাখ ১৪২৮

নতুন ৩ ছবিতে সাইমন-মাহি

ছবিতে সাইমন-মাহি।

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও সাইমন সাদিক একসঙ্গে ৩ টি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবি ৩ টি হলো শাহীন সুমন পরিচালনায় গ্যাংস্টার, রনির লাইভ ও নরসুন্দরী। বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সবগুলো ছবি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন সাইমন-মাহি।

গ্যাংস্টার ছবিতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খানও অভিনয় করবেন বলে জানা যায়।

সাইমন সাদিক বলেন, দেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান সাহেব আমাকে সন্তানের মতো ভালোবাসেন। তাদের ছবিতে আমি ও মাহি কাজ করতে যাচ্ছি। আশা করি ভালো কিছু হবে।

সাইমন-মাহি প্রথম জুটি বেঁধে অভিনয় করেন পোড়ামন ছবিতে। এই জুটির প্রথম ছবিই দর্শক মহলে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতি ভেঙে জান্নাত ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন সাইমন মাহি।

এছাড়া সাইমন-মাহি জুটি বেঁধে মুক্তি প্রতীক্ষিত আমার মা আমার বেহেস্ত, আনন্দ অশ্রু ছবিতে অভিনয় করেছেন।

এম

RTV Drama
RTVPLUS