• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কাঁদলেন সোহেল রানা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২১, ১৮:২৩
সোহেল রানা,
ছবিতে সোহেল রানা।

দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ তুলে দেওয়া হয়েছে বিজয়ীদের হাতে বছর আজীবন সম্মাননা পদক গ্রহণ করেন অভিনেতা প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)

রোববার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪৪তম আসরে উপস্থিত হয়ে সম্মাননা গ্রহণ করেছেন চিত্রনায়ক সোহেল রানা

পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সোহেল রানা বলেন, জীবনের প্রথম পুরস্কার নিয়েছিলাম আজকের প্রধানমন্ত্রীর হাত থেকে আজও ভেবেছিলাম প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারটি নেবো, যে কারণে মাস পরে বাসার বাইরে বের হয়েছি এসে শুনলাম ওনার হাত থেকে পুরস্কার নিতে পারছি না তবুও উনি আমার সামনে আছেন ওনাকে সালাম জানাচ্ছি কথাগুলো বলার সময় কণ্ঠভারী হয়ে আসছিল সোহেল রানার একপর্যায়ে বেশ উচ্চ আওয়াজেই কেঁদে ফেলেন নায়ক

তিনি আরও বলেন, আমি যখন জানতে পারলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, তখন আমার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হলো হৃদয়ের মাঝখানে আমার মনে হলো একটা দুঃখবোধ চলে এলো কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না সেই দুঃখবোধটা কেনো! চলচ্চিত্র জগতে আমি গত ৪৬ বছর ধরে কাজ করছি সময়ে এসে চলচ্চিত্র জগতে আমার যতটুকু পাওনা ছিলো আজ মনে হয় তার ইতি হয়ে গেল সে কারণেই হয়তো দুঃখবোধটা

সম্মাননাটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করে এই কিংবদন্তি অভিনেতা বলেন, ৪৯ বছর আগে স্বাধীন বাংলাদেশের প্রথম সিনেমা মুক্তিযুদ্ধের প্রথম সিনেমাওরা ১১জনআমি প্রযোজনা করেছিলাম হয়তো বঙ্গবন্ধু আমাকে স্নেহ করতেন, তাই তিনি সিনেমাটি দেখেছিলেন

সে সময় যখন আমি ধানমন্ডি ৩২ নাম্বারে যাই তখন বঙ্গবন্ধু আমাকে বলেন, ভালোই তো বানাইছস, এখানে থেকে যা আমি সেই গুরুবাক্যকে চিরধার্য্য মনে করে চলচ্চিত্র জগতেই রয়ে গেলাম এরপর দ্বিতীয় সিনেমা করলাম মাসুদ রানা এবং এরপর থেকে আমার ইতিহাস

সোহেল রানা আরও বলেন, বঙ্গবন্ধু যদি সেদিন না বলতেন তুই চলচ্চিত্রে থেকে যা, আজকে সারা বাংলাদেশসহ পৃথিবীর মানুষ আমাকে চিনতেন না তাই আজকের এই দিনে আমি যে পুরস্কারটি পেয়েছি, তা জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমার রাজনৈতিক গুরু, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার পায়ের কাছে সম্মাননাটি উৎসর্গ করলাম

অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ

জিএম/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
আরটিভিতে আজ যা দেখবেন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
X
Fresh