• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডিপজলের বাড়িতে 'মানুষ কেন অমানুষ'

আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২১, ২০:৫৩
মানুষ কেন অমানুষ ছবির দৃশ্যে জয়-মৌ।

বর্তমান সমাজ ব্যবস্থার নানা সমস্যা ও সংঘাতের গল্প নিয়ে শুরু হলো 'মানুষ কেন অমানুষ' নামে ছবির শুটিং। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সাভারে মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মৌ খান।

ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। নির্মিত হচ্ছে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে।

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিপজলকে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ডিপজলের বাড়িতেই টানা শুটিং চলবে।

এ ব্যাপারে জয় চৌধুরী আরটিভি নিউজকে বলেন, আজ থেকে শুটিং শুরু হলো। আমার বিপরীত রয়েছেন মৌ খান। চাচ্চুর (ডিপজল) সঙ্গে এই ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করছি তা বর্তমান সময়ের অনেক কিছুই তুলে ধরা হয়েছে। গল্পটি দর্শকের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

চিত্রনায়িকা মৌ খান বলেন, বিগ বাজেটের ছবি মানুষ কেন অমানুষ। পরিচালনায় আছেন গুণীজন মনতাজুর রহমান আকবর। কাজটি করে বেশ ভালো লাগছে। এই ছবির মাধ্যমে দর্শকরা আবারও হলমুখী হবে বলে আশা করি।

ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শিমুল
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh