• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভাঙন কবলিত এলাকার মানুষের পাশে অভিনেতা তানভীর তনু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ২০:১২
ছবি- আরটিভি নিউজ।

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রামের মধুমতি নদীর ভাঙন কবলিত এলাকায় বিনামূল্যে শিশুদের চিকিৎসা সেবা প্রদান, হতদরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও একটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও মডেল তানভীর রহমান তনু।

গতকাল দিনব্যাপী মানবতার সেবার লক্ষ্যে গঠিত আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ নামে সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ সেবা দেয়া হয়। তানভির তনু এই সংগঠনের চেয়ারম্যান।

মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংগঠনের সদস্যদের নিয়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন। এসময় সংগঠনের চেয়ারম্যান তানভীর রহমান তনু বলেন, মানবতার সেবার লক্ষ্য নিয়ে আড়াইবছর আগে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। ইতোমধ্যে নড়াইল সহ বেশ কয়েকটি জেলায় কর্মকান্ড শুরু হয়েছে। আগামীতে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। ইতিপূর্বে স্বাস্থ্য, শিক্ষা, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজ করা হয়েছে। করোনার সময়েও সংগঠনটির সদস্যরা জীবনের ঝুকি নিয়ে কাজ করেছেন।

পরে বিদ্যালয় চত্বরে এলাকার শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া বিদ্যালয় কক্ষে দিন্যবাপী শতাধিক শিশুকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আলীমুজ্জামান সেতু।

মধুমতি নদীর ভাঙনের পাঁচবার বাড়িঘর হারানো ওই গ্রামের হতদরিদ্র আব্দুল জব্বারকে একটি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন এই মডেল।

এদিকে প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী শিশুদের চিকিৎসা সেবা পেয়ে খুশি মায়েরা। পাশাপাশি শীতবস্ত্র ও কম্বল পেয়ে উচ্ছাসিত এই এলাকার শীতার্তরা। ঘর পেয়ে বৃদ্ধ আব্দুল জব্বার বলেন, আর্জেন্ট সার্পোট বাংলাদেশ আমাকে একটি ঘর নির্মাণ করে দিচ্ছেন এতে আমি খুব খুশি। মধুমতিতে ৫বার আমার ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আমি নিঃস্ব হয়ে পড়েছি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
এক চুমুতে আড়াই বছরের জেল!
X
Fresh