সংগীত শিল্পী তানিশা মির্জা। এরই মধ্যে বেশ কিছু গান গেয়েছেন তিনি। এদিকে নতুন বছরের প্রথম গানে কন্ঠ দিলেন তানিশা।
কদিন আগেই ক্রাউন মিউজিকে ‘কলিজা’ শিরোনামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। তানিশার কথা ও সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ।
নতুন গান প্রসঙ্গে তানিশা মির্জা বলেন, ‘দীর্ঘ দিন ধরেই নতুন গান নিয়ে ভাবছিলাম। ‘কলিজা’ গানটি আমার অনেক পছন্দের। অনেক যত্ন নিয়ে কথাগুলো সাজিয়েছি। গত বছর থেকেই গানটি নিয়ে পরিকল্পনা চলছে। অবশেষে গানটির রেকর্ডিং হয়েছে। অচিরেই গানের মিউজিক্যাল ফিল্ম নির্মিত হবে। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি দর্শকও পছন্দ করবে। আসন্ন ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে ‘কলিজা’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পাবে।’
এম