• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২১, ১১:৩৭
Four Bangladeshi movies at the Goa International Film Festival
গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চার সিনেমা

ভারতের গোয়া প্রদেশে আয়োজিত চলচ্চিত্র উৎসবে এবার ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশকে। ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য। সোমবার (১১ জানুয়ারি) নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছ।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার ৫১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। উৎসবে বাংলাদেশের সিনেমা, সংস্কৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হবে। বাংলাদেশকে বাছাই করার কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরতেই বাংলাদেশকে চূড়ান্ত করা।

মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মোট ৪টি সিনেমা প্রদর্শন করা হবে। সিনেমাগুলো হলো পরিচালক তানভীর মোকাম্মেলের ‘জীবন-ঢুলি’ এবং পরিচালক জাহিদুর রহমান অঞ্জনের ‘মেঘমল্লার’। সিনেমা দুটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। এছাড়াও থাকছে ‘আন্ডার কনস্ট্রাকশন’ এবং ‘সিনসিয়ারলি ইউরস, ঢাকা’ সিনেমা। এ সিনেমাটি বাংলাদেশ থেকে অস্কারের দৌঁড়েও এগিয়ে রয়েছে।

সাধারণত নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়েছে অনুষ্ঠানটি। আগামী ১৬ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
‘চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে’
X
Fresh