logo
  • ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭

শরীরে ভ্যাকসিন নেওয়ার পর যা বললেন নওশীন

নওশীন,
নওশীন।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের শুরু থেকেই কবে এর ভ্যাকসিন আসবে এটাই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। সর্বদাই এই ভ্যাকসিন নিয়ে খবরের পাতায় নতুন নতুন তথ্য আসছে। বাংলাদেশে করোনার ভ্যাকসিন না হলেও প্রবাসী অনেক বাংলাদেশি ভ্যাকসিন পেয়েছেন বা তালিকাভুক্ত হয়েছেন।

এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন শরীরে ভ্যাকসিন গ্রহণ করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন নওশীন। যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার কারণেই ভ্যাকসিন গ্রহণের সুযোগ পেয়েছেন তিনি।

করোনার ভ্যাকসিন গ্রহণের কার্ডের একটি ছবি নওশীন ফেসবুকে হ্যান্ডেলে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ।'

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গতকাল (৫ জানুয়ারি) ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ নিয়েছেন। আরো একটি ডোজ তাকে নিতে হবে। তবে প্রথম ডোজ নেওয়ার পর এখনো কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানিয়েছেন তিনি।

এম

RTV Drama
RTVPLUS