logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

মা হচ্ছেন এমা স্টোন

এমা স্টোন,
এমা স্টোন।

‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোন মা হতে যাচ্ছেন। একটি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে ৩২ বছর বয়সী এই হলিউড অভিনেত্রীকে বেবি বাম্পসহ যায়।

এ সময় লস অ্যাঞ্জেলেসের একটি রাস্তায় বন্ধুর সঙ্গে হাঁটছিলেন এমা স্টোন। ছবিতে কালো রঙের পোশাক ও ক্যাপ পরা ছিলেন তিনি। তার মুখে ছিল সাদা মাস্ক এবং পায়ে স্নিকার্স। মাঝে মাঝে মাস্ক খুলে পানি পান করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ২০১৯ সালের ডিসেম্বরে ‘স্যাটারডে নাইট লাইভ’ শোয়ের বিভাগীয় পরিচালক ডেভ ম্যাকক্যারিকে বিয়ে করেন এমা।

এটি এই দম্পতির প্রথম সন্তান বলে ধারণা করা হচ্ছে। ব্র্যাড পিটের সঙ্গে ‘ব্যাবিলন’ ছবিতে অভিনয়ের কথা থাকলেও গেলো ডিসেম্বরে কাজটি করেননি তিনি। প্রথমে শিডিউল জটিলতার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন এমা। তবে এখন কারো বুঝতে বাকি নেই, মা হওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

খবর: ডেইলি মেইলের।

এম

RTV Drama
RTVPLUS