logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৮
আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৭:০৬

নেত্রী হয়ে আসছেন রিচা চাড্ডা

রিচা চাড্ডা,
রিচা চাড্ডা।
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। এবার নেত্রী হয়ে হাজির হচ্ছেন তিনি। তবে বাস্তবে নয়। সিনেমা পর্দায় একজন নেত্রীর চরিত্রে দেখা যাবে তাকে।  

বুধবার মুক্তি পায় 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এর ট্রেলার। ছবির প্রধান চরিত্রে দেখা গেছে রিচা চাড্ডাকে।

উত্তরপ্রদেশের একজন নেত্রী হয়ে কীভাবে সেই রাজ্যের চালকের আসনে বসেন রিচা, সেই গল্পই তুলে ধরা হয়েছে ম্যাডাম চিফ মিনিস্টার ছবির গল্পে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়, বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীর  জীবনকে অনুকরণ করেই ম্যাডাম চিফ মিনিস্টারের চিত্রনাট্য তৈরি করা হয়েছে। রাজনীতির একেবারে গোড়া থেকে উঠে এসে রিচা চাড্ডা  কীভাবে মুখ্যমন্ত্রী হয়ে ওঠেন, সেই ছবি আঁকা হয়েছে।

ব্যক্তিজীবনে চলতি বছরেই দীর্ঘদিনের বন্ধু আলী ফজলের সঙ্গে রিচা চাড্ডা বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে দুজনের বিয়ের কার্ড তৈরি হলেও অভিনেতার মায়ের মৃত্যুর পর সব পরিকল্পনায় ভাটা পড়ে যায়।

এম

RTV Drama
RTVPLUS