logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০২১, ১৮:৩০
আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:০৪

বেঁচে আছেন ‘বন্ড গার্ল’ তানিয়া রবার্টস

তানিয়া রবার্টস,
তানিয়া রবার্টস

‘বন্ড গার্ল’ তানিয়া রবার্টসের মৃত্যু খবর একদিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত জানা গেছে তিনি মারা যাননি।

অভিনেত্রীর বন্ধু মাইক পিঙ্গেল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে অবশ্য তানিয়া রবার্টসের মৃত্যুর গুজবটিও তার মাধ্যমে ছড়িয়েছিল।

গেলো রোববার তানিয়ার মৃত্যুর কথা জানিয়ে টুইটারে মাইক লিখেছিলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে দুর্দান্ত মানুষটা আজ চলে গেলেন।’

গত ২৪ ডিসেম্বর পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হন তানিয়া। সেখানে পড়ে গিয়ে আহত হয়ে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের সিডার্স–সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি আছেন।

জেমস বন্ড চরিত্রে স্যার রজার মুর অভিনীত শেষ চলচ্চিত্রে বন্ড গার্ল হিসেবে অভিনয় করেছিলেন তানিয়া। এ ছাড়া ‘দ্য বিস্টমাস্টার’ ও ‘শিনা: কুইন অব দ্য জঙ্গল’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া তানিয়ার প্রকৃত নাম ভিক্টোরিয়া লেই ব্লাম। ১৯৭৭ সালে জন্ম শহর ছেড়ে হলিউডে পাড়ি জমান তিনি।

সূত্র: সিএনএন।

এম

RTV Drama
RTVPLUS