logo
  • ঢাকা বুধবার, ২৭ জানুয়ারি ২০২১, ১৩ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৫ জানুয়ারি ২০২১, ১৬:১৯
আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৭:০৯

ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

ছবিতে ছেলের সঙ্গে শ্রাবন্তী।
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের বিক্ষোভ ছবির একটি গানের শুটিং করছেন অভিনেত্রী।

এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি ছিল ওই গানের কাজ।  এর আগে  ‘যদি একদিন’ ছবিতে কাজ করেছিলেন শ্রাবন্তী। এটি ছিল বাংলাদেশে তার প্রথম ছবি।

এদিকে গেলো শনিবার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় তার বান্ধবী দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলে রীতিমতো হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা বার্তার সঙ্গেই মা শ্রাবন্তীকে জড়িয়ে উড়ে আসে নানা কটাক্ষ। যদিও সে সব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী।

শ্রাবন্তীর ভাষ্য, “আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।”

মা-ছেলে কোনো ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল আর ভাবায় না তাদের।

সূত্র: আনন্দ বাজার পত্রিকা।

এম

RTV Drama
RTVPLUS