• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বকেয়া বেতন পেলেন এফডিসির কর্মচারীরা

বিনোদন ডেস্ক

  ০৪ জানুয়ারি ২০২১, ১৯:২৮

এফডিসিতে কর্মরত দুই শতাধিক কর্মচারীর বেতন আটকে ছিল। গেলো দুই মাস ধরে বেতন পাচ্ছিলেন না তারা। আজ সোমবার (৪ জানুয়ারি) এফডিসির কর্মচারীরা বকেয়া বেতন পেয়েছেন।

এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘গত দুই মাসের বেতন আজ দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুই দিনের মধ্যে বাকি অন্য মাসের বেতনও যোগ হবে।’

এদিকে বেতন বকেয়া পড়ায় নিরাপত্তাকর্মী, ক্লিনারসহ এফডিসির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২৬১ জন কর্মচারী আর্থিক সঙ্কটে দিন পার করছিলেন। বেতন হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে ১৮ কোটি টাকা চেয়ে গত বছরের মে মাসে আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফডিসিকে ৭ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা এফডিসি কর্তৃপক্ষ গতকাল (৩ জানুয়ারি) হাতে পেয়েছে বলে জানান হিমাদ্রি বড়ুয়া।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্বোধনের দিনেই যানজটে কাবু এক্সপ্রেসওয়ের এফডিসি এক্সিট র‌্যাম্প
খুলে দেওয়া হলো এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‌্যাম্প
‘এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের র‍্যাম্প প্রধানমন্ত্রীর ঈদ উপহার’
এফডিসিতে ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন
X
Fresh