logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ০৩ জানুয়ারি ২০২১, ১৫:১৮

বেবিবাম্প নিয়ে প্রচ্ছদকন্যা হওয়ায় বিতর্ক

আনুশকা শর্মা,
আনুশকা শর্মা।
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মা হতে যাচ্ছেন। বিরাট-আনুশকার অনাগত সন্তান নিয়ে গণমাধ্যমের মাতামাতির কমতি নেই। এবার বেবিবাম্প নিয়েই ১ জানুয়ারি ‘ভোগ’ সাময়িকীর ভারতীয় সংস্করণের প্রচ্ছদকন্যা বা কভার গার্ল হয়েছেন তিনি।

আনুশকার এই ভোগ ইন্ডিয়ার নতুন বছরের প্রথম সংখ্যার প্রচ্ছদ হওয়া নিয়ে ছড়িয়েছে মুগ্ধতা, বিস্ময় আর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় প্রচ্ছদের ছবি পোস্ট করে আনুশকা লিখেছেন, ‘আমার কাছে মাতৃত্ব মানে হলো নিজের শরীরের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলা। এই মুহূর্তটাকে স্থায়ী করে রাখার জন্য ছবিটা ধারণ করলাম।’

সেখানে সমালোচনা করে এক অনুসারী লিখেছেন, ‘এখন পেট বের করে ছবি তুলছেন। আর বাচ্চা জন্ম হওয়ার পরে বলবেন, আমার সন্তানকে পাপারাজ্জিরা ভালো থাকতে দিল না। অন্তত কিছু কিছু বিষয় একান্তই নিজের কাছে রাখতে হয়। বের করে দেখাতে হয় না। আবার আপনারাই ব্যক্তিজীবন, গোপনীয়তা নিয়ে বড় বড় লেকচার দেন। এভাবে ভালো দেখায় না। কী শুরু করলেন আপনারা! ভারী পেট না দেখালে কী চলছিল না?’

অনেকেই আবার অভিনেত্রীর পক্ষে সাফাই গেয়েছেন। শুভ কামনা জানিয়েছেন অনাগত সন্তানের জন্য।

এম

RTV Drama
RTVPLUS