বাবা হারালেন পরিচালক মোস্তফা কামাল রাজ
বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের বাবা মুহাম্মদ সৈয়দ আলী মারা গেছেন।
শনিবার (২ জানুয়ারি) সকালে নিজ গ্রামের বাড়ি নরসিংদীতে তিনি মারা যান।
অভিনয়শিল্পী শামীম হাসান সরকার, ঊর্মিলা শ্রাবন্তী করসহ বিনোদন অঙ্গনের অনেকে শোক জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
চলচ্চিত্র ও নাটক নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পায় ২০১১ সালে, নাম ‘প্রজাপতি’। এছাড়া রাজ পরিচালিত সিনেমাগুলো হচ্ছে, তারকাঁটা (২০১৪), ছায়া-ছবি (২০১৩), সম্রাট (২০১৬) ও যদি একদিন (২০১৮) ।
জিএম/এসএস