logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:২২
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৬:৩৭

সুখবর দিলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস,
অপু বিশ্বাস।
ঢাকাই ছবির কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। অসংখ্য হিট ছবির এই নায়িকা বছর শেষে সুখবর দিলেন। আর এই সুখবরটি হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ নিয়েছেন লাভ ম্যারেজ খ্যাত নায়িকা।

আজ বুধবার সমিতির একাধিক সূত্রে অপু বিশ্বাসের সদস্য পদ নেয়ার বিষয়টি জানা গেছে। আজ থেকে প্রযোজক ও পরিবেশক সমিতির একজন সদস্য তিনি।

এ ব্যাপারে অপু জানিয়েছেন, বছর শেষে প্রযোজক সমিতির সদস্য হয়েছি। শিগগিরই নতুন খবর দেবো। নতুন বছরে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি নির্মাণ করবো।

এই নায়িকা প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দিয়েছেন ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’। অর্থাৎ নিজের নামের সঙ্গে ছেলে জয়ের নামও রেখেছেন।

এই নায়িকার 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২' ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।

এম  

RTV Drama
RTVPLUS