সাইমন সাদিক-পূর্ণিমা বৃষ্টি।
সদ্য বিয়ে করেছেন নায়ক সাইমন সাদিক। স্ত্রীকে হানিমুনে নিয়ে যাবেন। তবে প্রিয় মানুষকে সারপ্রাইজ দিতে চান তিনি। কিন্তু কিভাবে চমকে দেবেন প্রিয়জনকে সাইমন।
ভাবনায় চলে আসে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে ছুটবেন পছন্দের স্থানে। যেই ভাবা সেই কাজ সকাল সকাল বাড়ির ছাদে হেলিকপ্টার হাজির। স্বামীর এমন কাণ্ড দেখে বেজায় খুশি সাইমনের স্ত্রী মডেল-অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।
তবে এই ঘটনা বাস্তবে নয়। একটি বেসরকারি হেলিকপ্টার সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এটি। যেখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক ও পূর্ণিমা বৃষ্টিকে।
বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে সাইমন সাদিক আরটিভি নিউজকে বলেন, গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং করলাম। আমার ক্যারিয়ারের প্রথম বিজ্ঞাপন এটি। গল্প ও ভাবনা বেশ ভালো লেগেছে। পরিচালনায় ছিলেন এস আরিফিন অলিভ। আর সহশিল্পী পূর্ণিমা বৃষ্টি। সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি।
এই মুহূর্তে সাইমন সাদিক দায়মুক্তি ছবির ডাবিং করছেন। এ ছবিতে তার বিপরীতে আছেন সুস্মি রহমান।