logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৪৪

অভিনেতা আবীরের পরিবারের সবাই করোনায় আক্রান্ত

আবীর চট্টোপাধ্যায়,
আবীর চট্টোপাধ্যায়।
কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন। এবার জানা গেলো অভিনেতার পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সোমবার রাতে  একথা জানান আবীরের বাবা অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়।

প্রবীণ এই অভিনেতা জানিয়েছেন, ‘অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।’

গেলো কয়েক দিন ধরেই অভিনেতা আবীর একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ  সঞ্চালনার কাজ করছিলেন। এর মাঝেই  বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শুটিং করেন তিনি। ওই শুটিং-এ যখন যে চেয়ারেই বসছিলেন, স্যানিটাইজার স্প্রে করে নিচ্ছিলেন। খাবারের শট ছিল। এক একটি টেক-এ এক একটি চামচ ব্যবহার করছিলেন আবীর। এমনকি, কেউ ছবি তোলার আবদার নিয়ে এলে তার সঙ্গেও মাস্ক পরেই ছবি তুলছিলেন।

এতটা সাবধান হওয়ার পরেও কোভিড আক্রান্ত হন আবীর।

সূত্র- আনন্দবাজার পত্রিকা।

এম

RTV Drama
RTVPLUS