logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক

  ২১ ডিসেম্বর ২০২০, ১৩:১৮
আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৪:১২

শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী অসুস্থ
মিঠুন চক্রবর্তী অসুস্থ
টালিউড ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন।তার অসুস্থতার জেরে শেষ পর্যন্ত সাময়িকভাবে শুটিং বন্ধ করে দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্যা কাশ্মীর ফাইলস'র শুটিং করছিলেন তিনি। কাশ্মীর ফাইলসের শুটিং চলাকালীন সময়েই সুস্থ হয়ে পড়েন অভিনেতা। পাকস্থলীতে সংক্রমণে জেরেই মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে পড়েন এমনটাই জানা যায়।

পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানান, মুসৌরিতে তারা শুটিং করছিলেন। বড় একটি অ্যাকশন দৃশ্য শুটের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। মিঠুন চক্রবর্তীর শটও ছিল তৈরি। আচমকা তার মাঝেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ফলে সঙ্গে সঙ্গে শুটিং সব বন্ধ করে দেওয়া হয়।

এম

RTV Drama
RTVPLUS