logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

বিনোদন ডেস্ক

  ১৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৭:৪৮

করোনায় আক্রান্ত মাহিরা খান

মাহিরা খান,
মাহিরা খান

করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। জনপ্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নতুন সিনেমা ‘নীলফার’-এর শুটিং শেষ করেছেন।

কিন্তু শুটিং শেষ হওয়ার কয়েকদিন পার না হতেই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। মাহিরা খান রোববার (১৩ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার বিষয়টি জানান।

তিনি সবাইকে মাস্ক পরার অনুরোধও করেছেন।

এই অভিনেত্রী লেখেন, কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে আমার। আমি এখন আইসোলেশনে রয়েছি এবং গত কয়েকদিন ধরে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও বিষয়টি জানিয়েছি। আমার উপর করোনার প্রভাব মোটামুটি ছিল, কিন্তু শিগগিরই আমি পুরোপুরি সুস্থ হয়ে যাবো, ইনশাআল্লাহ। দয়া করে সবাই মাস্ক পরুন এবং নিয়ম মেনে চলুন।

কদিন আগেই ‘নীলফার’-এর শুটিং সম্পন্ন করেছেন মাহিরা। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা ফাওয়াদ খান। ২০১২ সালের পর ব্লকবাস্টার ছবি ‘হামসাফার’-এর পর তৃতীয়বারের মতো জুটি বেঁধে কাজ করেছেন এই জুটি।

এম

RTV Drama
RTVPLUS