• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা সংস্কৃতিকর্মীদের

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ২৩:৩৫
Cultural activists announced the construction of sculptures of Bangabandhu all over the country
কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বশীল জাতীয় সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মসূচিতে শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে সংস্কৃতিকর্মীরা সারাদেশের প্রতিটি জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ঘোষণা দেন।

এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, বঙ্গবন্ধুর নির্মিতব্য ভাস্কর্য নির্মাণ করা হলে ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার প্রতিবাদে আজকে সারাদেশের মানুষ ফুঁসে উঠেছে।

তিনি বলেন, আমরা সংস্কৃতিকর্মীরা মনে করি ভাস্কর্য একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। এটি কোনো ধর্মীয় কাঠামো নয়; এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। যদি ধর্মের সম্পর্ক থাকত তাহলে মুসলিম প্রধান বিভিন্ন দেশে শত শত ভাস্কর্য থাকতো না।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক, আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান বলেন, ধর্মান্ধদের এ ধরনের ষড়যন্ত্র নতুন কিছু নয়, যুগ যুগ ধরে তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার পাঁয়তারা করে আসছে। আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে এই বাংলার মাটিতে প্রতিটি অঞ্চলে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করেই ঘরে ফিরব। এর আগে কোনো বাঙালি ঘরে ফিরে যাবে না।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদের প্রতিনিধিরা বক্তব্য দেন। মানববন্ধন থেকে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণশ্রমিকের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইডিয়ালে আলোচনা সভা
X
Fresh