logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৩৫
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৬:৪৯

‘দ্বিতীয় আয়না’ নিয়ে এলেন পলিন কাউসার

দ্বিতীয় আয়না পলিন কাউসার, আরটিভি অনলাইন, rtv online
দ্বিতীয় আয়নার পোস্টার
আবারও টেলিভিশনে নাটক নিয়ে হাজির কবি ও গীতিকার পলিন কাউসার। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তথা মানসিক ব্যাধি নিয়ে গড়ে উঠেছে ‘দ্বিতীয় আয়না’ নামের নাটকটির গল্প। 

এক তরুণীর ধীরে ধীরে মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক অবস্থাকে তুলে ধরেছেন পরিচালক। শারীরিক আঘাতের মতো মানসিক আঘাতেরও যে প্রাথমিক চিকিৎসা দেয়া সম্ভব সেটিও খুব বাস্তবিকভাবে তুলে ধরেছেন পলিন কাউসার। 

জটিল একটি মানসিক রোগে আক্রান্ত এক তরুণীর সঙ্গে ঘটনাচক্রে মেন্টাল হেলথ কেয়ার নিয়ে কাজ করা এক যুবকের সম্পর্ক ও তার নানা টানাপোড়েন নিয়ে এগিয়েছে এর কাহিনী।

‘দ্বিতীয় আয়না’ নাটকটি নির্মিত হয়েছে পরিচালক পলিন কাউসারের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ছবিঘর থেকে। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, শ্যামল মাওলা, শম্পা রেজাসহ আরও অনেকে।

আগামী ১১ই ডিসেম্বর বাংলা টিভিতে সম্প্রচারিত হবে নাটকটি।

ওয়াই

RTV Drama
RTVPLUS