logo
  • ঢাকা শনিবার, ২৩ জানুয়ারি ২০২১, ৯ মাঘ ১৪২৭

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ২০:৩০
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫

ফারিয়ার বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ের অসংখ্য প্রস্তাব

Numerous proposals for a second marriage after Farrier's divorce
মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া
গত বছরের ১ ফেব্রুয়ারিতে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। কিন্তু শেষ পর্যন্ত তাদের আর এক ছাদের নিচে থাকা হলো না। গত শুক্রবার (২৭ নভেম্বর) বিয়েবিচ্ছেদ হয় ফারিয়া-অপু দম্পতির। যদিও বিচ্ছেদ নিয়ে মুখরোচক খবর না ছড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক বিবৃতি দেন তারা।

এ ব্যাপারে শবনম ফারিয়া বলেন, বিচ্ছেদের পর সম্পর্কের শেষটাও সুন্দর হতে পারে। সে রকমই প্রত্যাশা করি। সাবেক স্বামীর সঙ্গে পাঁচ বছরের সম্পর্কটাকে ছোট করতে চাই না। অপুর স্মৃতি উল্লেখ করে ফারিয়া ফেসবুকে লিখেছেন, ‘যে মানুষটার সঙ্গে গত পাঁচ বছর আমার জীবন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে ছিল, সেই মানুষটার অসংখ্য স্মৃতি রয়েছে, যা চাইলেই হঠাৎ করে মুছে ফেলা সম্ভব নয়। বিচ্ছেদের পরে তাকে কীভাবে ছোট করি।’

অপরদিকে, শবনম ফারিয়ার বিচ্ছেদের পর থেকে নানাভাবে তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন অনেকেই। কেউ বলছেন, ‘আমাকেই বিয়ে করো। তোমার জন্য আমি অপেক্ষা করছি।’ আবার কেউ বলছেন ‘যদি দ্বিতীয় বিয়ে করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো।’ 

সোশ্যাল হ্যান্ডেলের বিভিন্ন মাধ্যমে ও মুঠোফোনে এমন সব প্রস্তাব পেয়েছেন শবনম ফারিয়া। বিয়ের বেশকিছু লিখিত প্রস্তাবের ছবি তুলে প্রকাশ করেছেন তিনি। যদিও আপাতত ফেসবুক থেকে সরে গেলেও বিয়ের প্রস্তাব থেকে রেহাই পাচ্ছেন না জনপ্রিয় এই অভিনেত্রী।
পি
 

RTV Drama
RTVPLUS