• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনায় আক্রান্ত আসাদুজ্জামান নূর

বিনোদন ডেস্ক

  ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪
আসাদুজ্জামান নূর,
আসাদুজ্জামান নূর।

দেশ বরেণ্য অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর করোনাভাইরাসে আক্রান্ত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে রিপোর্ট পান।বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কোথাও কেউ নেই ধারাবাহিকের বাকের ভাই খ্যাত এই অভিনেতা।

এই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ১২ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আসাদুজ্জামান নূর।

একাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা
উন্নয়নের শুরু আছে, কিন্তু শেষ নেই : নূর
বিনোদন অঙ্গন থেকে সংসদ সদস্য হলেন যারা
বিজয়ী হলেন আসাদুজ্জামান নূর
X
Fresh