logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

কম বয়সী প্রেমিক নিয়ে সমালোচিত অভিনেত্রী

ছবিতে গওহর-জায়েদ।
ভারতীয় অভিনেত্রী গওহর খান। নভেম্বর মাসে নিজের বাগদানের খবর প্রকাশ্যে আনেন তিনি। ২৫ ডিসেম্বর জায়েদ দরবারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন গওহর খান।

ইসমাইল দরবারের ছেলের সঙ্গে নতুন জীবন শুরু করার আগে এবার সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী গওহর খান।

এর আগে গওহর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের কার্ডের ছবি শেয়ার করেন। তারপর থেকেই সমালোচনার মুখে পড়েন এই সুন্দরী।

অনেকেই মন্তব্য করেন গওহরের চেয়ে জায়েদ দরবার ১২ বছরের ছোট। একথা শুনে অবশ্য চুপ থাকেননি অভিনেত্রী।

গওহর খান জানালেন, জায়েদের সঙ্গে তার বয়সের ব্যবধান রয়েছে। কিন্তু তা ১২ বছরের নয়। তার চেয়ে জায়েদ কয়েক বছরের ছোট ঠিকই। কিন্তু তা ১২ বছর নয়।

আত্মবিশ্বাসের সঙ্গে গওহর বলেন, জায়েদের সঙ্গে বয়সের ফারাক তাদের ভালোবাসার উপর কোনো প্রভাব ফেলবে না। জায়েদ তার চেয়ে অনেক বেশি পরিপক্ক। সেই কারণে তাদের সম্পর্ক অনেক বেশি স্বাভাবিক।

এম

RTV Drama
RTVPLUS