logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১, ৭ মাঘ ১৪২৭

ক্যাটরিনার বোনকে নিয়ে যা বললেন সালমান

সালমান খান-ইসাবেল কাইফ
ছবিতে সালমান খান-ইসাবেল কাইফ।
ইসাবেল কাইফ। তিনি ক্যাটরিনার কাইফের বোন। এবার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের বোনের প্রশংসায় পঞ্চমুখ সালমান খান।

ইসাবেলের প্রথম মিউজিক ভিডিও ‘মাশাল্লাহ’ মুক্তি পায় গেলো ২০ নভেম্বর। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটির একটি অংশ পোস্ট করে সালমান লেখেন, ‘আরে বাহ ইসাবেল… গানটি খুব সুন্দর এবং তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। অনেক শুভেচ্ছা।’

ভারতীয় দর্শকের কাছে ক্যাটরিনা কাইফের বোন হিসেবেই ইসাবেলের পরিচিতি। এবার সেটি পরিবর্তনের দায়ভার কাঁধে তুলে নিয়েছেন সালমান। ইতিমধ্যেই তার এই পোস্টে কয়েক লাখ লাইক পড়েছে। এতে বোঝাই যাচ্ছে ইসাবেলকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়,  সালমানের হাত ধরে বলিউডেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ইসাবেল। তার প্রথম ছবির শুটিং শুরু হয়েছে। নাম ‘কথা’। ইসাবেলের বিপরীতে দেখা যাবে সালমানের ভগ্নীপতি আয়ুশ শর্মাকে।

ক্যাটরিনা যখন ক্যারিয়ার শুরু করেন। তখন অর্থাৎ ২০০৫ সালের দিকে তাকে বড় ব্রেক দিয়েছিলেন এই সালমান খান। ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে সালমানের বিপরীতে অভনয় করার পর আর পেছন ফিরে তাকাননি ক্যাটরিনা।

এম

RTV Drama
RTVPLUS