• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯

আজীবন সম্মাননা পাচ্ছেন সোহেল রানা-সুচন্দা

বিনোদন ডেস্ক

  ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:৫৫
ছবিতে সোহেল রানা-সুচন্দা।

চলচ্চিত্রে অবদানের জন্য ২০১৯-এর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ যৌথভাবে আজীবন সন্মাননা পাচ্ছেন সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে ‘সোহেল রানা’ নাম ধারণ করেন। ১৯৭২ সালে মাসুদ পারভেজ নামে চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তিনি।

তিনি ‘মাসুদ রানা’র ছবির মাধ্যমে ১৯৭৩ সালে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কোহিনুর আক্তার সুচন্দার জন্ম যশোরে। ষাটের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। সত্তরের দশকে মুক্তি পাওয়া ছবি ‘জীবন থেকে নেয়া' এবং নব্বইয়ের দশকের ‘ঝিনুক মালা' ছবির জন্য সবচেয়ে বেশি খ্যাতি কুড়িয়েছেন তিনি। এছাড়া ১৯৯৬ সালে ‘সবুজ কোট কালো চশমা' এবং ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে' ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেন সুচন্দা। মুক্তির বছরই সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘হাজার বছর ধরে'। এই ছবির জন্য সেরা পরিচালক মনোনীত হন সুচন্দা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন কমিটি দুই বছরে পিকনিক ছাড়া কিছু করেনি : সোহেল রানা
আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা অঞ্জনা
আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন রুনা লায়লা
X
Fresh