• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ১৫:১২

দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর।

যৌথভাবে আজীবন সমাননা পাচ্ছেন দেশের খ্যাতিমান দুই অভিনেতা-অভিনেত্রী সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা।

সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’।

‘আবার বসন্ত’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান।

‘ন ডরাই’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। লাপলুডু ছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন জাহিদ হাসান। এছাড়া যদি একদিন-এর জন্য আফরীন আক্তার এবং কালো মেঘের ভেলা ছবির জন্য নাইমুর রহমান আপন শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে পুরস্কার জিতেছে।

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে জুরি বোর্ড গঠন করে সরকার। গঠিত বোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো মূল্যায়ন করে পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করে। আর এর ভিত্তিতে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ীদের নাম।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh